শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমার স্বদেশ

সুফিয়ান আহমদ চৌধুরী

আমার স্বদেশ

জুঁই চামেলি চাঁপা ফুলের

মিষ্টি পরশ বেশ,

রোদ ঝলমল আমার স্বদেশ

সুখের তো নেই শেষ।

 

আমার স্বদেশ সবুজ শ্যামল

জুড়ায় দুটি আঁখি

আকাশ নীলে নিত্যদিনই

উড়ছে ঝাঁকে পাখি।

 

আমার মনে ভালোবাসা

এই ছবিটা দেখে

মায়ার বাঁধনে যাই জড়িয়ে

রূপটা বুকে রেখে।

 

আমার স্বদেশ হাসির ঝলক

ছড়ায় চোখে মুখে

ধানী মাঠে গান গেয়ে যায়

কিষাণ মনের সুখে।

 

কতরূপের আমার স্বদেশ

অথই আশার আলো,

মন থেকে সে দূর করে দেয়

সকল-আঁধার কালো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর