শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্বাধীনতা

শাহাদাত্ শাহেদ

স্বাধীনতা

যদি বলি পাখি তুমি গান গেও নাকো

নদী তুমি এখানেই চুপ করে থাকো

ফুল তুমি ঘ্রাণ দিয়ে ভরাবে না মন

চাঁদ তুমি লুকিয়েই থাকো সারাক্ষণ

প্রজাপতি ওড়াওড়ি করেছো তো ঢের

রঙধনু মিশে যাও, আসবে না ফের—

 

কথাগুলো মানা যাবে? খোকা তুমি বলো

একাত্তরে আমাদের তাই বলা হলো!

পাকিদের চেপে দেয়া এই কথা মানা—

মোটেও যাবে না সেটা সবার-ই জানা।

 

তাই তো সোনার ছেলে হেঁকে বলে-পাকি

বাঙালিরা বীর জাতি জানা আছে তা কি?

 

বুক ভরা তেজ নিয়ে বন্দুক হাতে

সাহসের সাথে লড়ে পাকিদের সাথে।

ন’টি মাস যুদ্ধতে কতো প্রাণ গেলো

রক্তের বিনিময়ে স্বাধীনতা এলো।

তাড়া হলো পাকিরা ও হানাদার সব

বাংলাতে শুরু হলো জয় উত্সব।

 

তারপর থেকে হলো পাখিগুলো মুক্ত

আকাশের খোলা বুকও হলো উন্মুক্ত।

ফুল পাখি নদীগুলো মুক্ত সবই

এ হলো স্বাধীন এক বাংলার ছবি।

সবকিছু খোলামেলা, কোন বাধা নেই

এই হলো স্বাধীনতা, বিজয় হলো এই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর