শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সোনার বাংলা

শাহজাহান আবদালী

শিশিরঝরা সকালবেলা

নদীর পানি শান্ত

হিমছড়ানো হিমেল হাওয়া

বাতাস যেন ক্লান্ত।

 

ঝিঙে ফুলের হলুদ হাসি

উপচে পড়ে জাংলা

এইতো আমার জম্মভূমি

আমার সোনার বাংলা।

 

দোয়েল ছানা মিষ্টি সুরে

শিস দিয়ে যায় ছন্দে

মনটা আমার উলুক-ঝুলুক

পারুল ফুলের গন্ধে।

 

বাজলো সুরে পাতার বাঁশি

মনটা আমার রাঙলা

ঠোঁটের কোণে হঠাৎ বাজে

আমার সোনার বাংলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর