শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এই শহরে

সুমন বণিক

এই শহরের মানুষগুলো

কেমন যেনো মনমরা

মনের মাঝে বইছে যেনো

চৈত্র মাসের খরা।

মুখোশপরে ঘুরছে সবাই

চাউনি ওদের বাঁকা

দয়ামায়ার লেশতো নেই

বুকটা কেমন  ফাঁকা।

 

মানুষগুলো ছুটছে  শুধু

ছুটছে হাজার গাড়ি

সারি সারি দাঁড়িয়ে আছে

হাজার রকম বাড়ি।

 

বাড়ির ভেতর মানুষগুলো

যে যার মতো থাকে

কে যে এলো কে’বা গেলো

কেউ কি মনে রাখে।

 

এমনি করে বাঁচার লড়াই

চলছে অই-নিশি

গোলক ধাঁধায় ঘুরছে যেনো

ছুটছে দিবানিশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর