শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রহীম শাহ’র ছড়া

উপমার জন্য

যাচ্ছে হেঁটে অনেক দূরে

স্বপ্ন গানের সুরে-সুরে

একটি ফুলের মালা যেন

তার দেহ-মন-তনু,

সেই সে পথের সেতু এখন

সাতরঙা রংধনু।

 

যেতেই হবে অনেক দূরে

দেশ-মহাদেশ ঘুরে-ঘুরে

যত রকম বাধাই আসুক

যেতেই হবে তবু,

মা ও বাবা বলেছিলেন,

‘ভয় পেয়ো না কভু’।

 

তাই উপমা যাচ্ছে ছুটে

হাজার স্বপ্ন লুটে-লুটে

সাত সাগর আর তেরো নদী

পার হবে সে আজ,

সামনে হঠাৎ কে দাঁড়াল

মাথায় সোনার তাজ।

 

এখন অমিত সঙ্গী যে তার

সঙ্গী আশিস মা ও বাবার

অমিত এবং উপমা আজ

স্বপ্নেতে মশগুল,

বিশ্ব-মহাবিশ্ব ছড়ায়

হাজার তারার ফুল।

 


 

ভাসেকা দ্য গামা

‘তুই নাকি চলে যাবি

     আদ্দিস আবাবা,

আমাকেও নিয়ে যাস

     বাদ দিস না বাবা।’

—এই কথা বলেছিল

      ভাসকো দ্য গামা,

গায়ে তার ছিল নাকি

গাছ খোদা জামা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর