শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

খোকন সোনার প্রশ্ন

আবদুস সালাম

প্রশ্ন করে খোকন সোনা বসে মায়ের কোলে

কেমন করে রাতের বেলায় চাঁদ তারা সব জ্বলে?

এত আলো কোথায় পেল দূর আকাশের সুরুজ?

গাছের পাতা কেমন করে হলো গাঢ় সবুজ?

 

মেঘের ভিতর কোথায় থাকে বিষ্টি, শিলার ঘর?

মরুর বুকে কেন যে মা, ধূ ধূ বালুচর?

কুসুমের রূপ কেমন করে এত মধুর হলো?

সাগর বুকে কোথা থেকে এত পানি এলো?

 

সেই পানিতে বল না মা লবণ কেন পুরা?

কেমন করে হলো উঁচু ওই পাহাড়ের চূড়া?

বললো মায়ে, এসব কিছু সৃষ্টি করেন যিনি

তোমার প্রশ্নের জবাবগুলো জানেন শুধু তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর