শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পুতুল

মালেক মাহমুদ

মাটির গড়া পুতুলখানি

দেখতে শোভা আমরা জানি।

নাচে পুতুল নাচায় যারা

ওই আড়ালে থাকছে তারা।

 

মাটির পুতুল রঙিন নিজে

সুতোর টানে নাচছে কি যে।

যার টানে সে নাচতে পারে

দেখছে নাতো, পুতুল তারে।

 

কার নাচনে এমনি নাচে

নাচে পুতুল নাচতে সাজে।

বাজনা বাজে মনের মতো

নাচে পুতুল দেখব কত।

 

তবুও আমি পুতুল সাজি!

মাটির মতো থাকতে রাজি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর