শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চৈত্রের এইদিন

শাহীন খান

চৈত্রের এইদিন

ঘুঘু ডাকে থেকে থেকে ঝিঁঝিঁ ধরে সুর

যত দূর চোখ যায় কড়া রদ্দুর।

ঝিম ধরা ভাব জমে নেই পথে লোক

নেমে এলে প্রকৃতিতে একি মহাশোক!

 

বাতাসের নেই লেশ ঘামে ভিজে যাই

বারে বারে বলে উঠি ধ্যাত্তুরি ছাই!

রাখালের বাঁশি থামে নেই ক্ষেতে চাষ

একপায় খাড়া থাকে হাঁস, রাজহাঁস।

 

কোলাহল থেমে যায় ভারী লাগে বেশ

কুকুরের কান্নায় খুশি হয় শেষ।

চৈত্রের এইদিন বড় নিষ্ঠুর

ভালো থাকা সহসা ভেঙে হয় চুর।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর