শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বাংলাভাষা

জাহিদ হোসেন

ভাষার একুশ কল্পতরু

যেন জিয়নকাঠি,

বর্ণমালায় রাখব ধরে

বাংলা সোনার মাটি।

 

নবীনেরা একুশ খোঁজে

শহীদ মিনার তলে,

বর্ণে বর্ণে মালা গেঁথে

কথার খেলা চলে।

 

মায়ের ভাষা বাংলা আমার

বাংলা আমার প্রাণ,

এই ভাষাতেই ছুটে চলি

ছড়িয়ে মাটির ঘ্রাণ।

 

রক্তনদী বয়ে চলে

মায়ের ভাষা আনতে,

সুস্থ-নিখুঁতভাবে হবে

বাংলাভাষা জানতে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর