শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দলছুট

শাহাদাৎ শাহেদ

একটি পাখি দলছুট হয়ে এক দুপুরে

উড়ছে কোন দূর অজানায় আকাশ ফুঁড়ে।

যায় না দেখা আর আকাশের নীল সীমানায়

কোন ঠিকানার স্বপ্ন তখন তার দু’ ডানায়?

 

কোথায় খোঁজে আস্তানা আর কোথায় বা নীড়

কোন অজানায়, কাদের ঝাঁকে করছে সে ভিড়?

এসব নিয়ে ভাবতে গেলে ঘুরোয় মাথা

আমার তখন ভাল্লাগে না বইয়ের পাতা।

 

আমার তখন মন চলে যায় প্রান্ত গাঁয়ে

রোদকণাতে ঝলমলানো নদী, নায়ে

সেইখানেও ভাল্লাগে না ভাবতে থাকি

একলা বসে দলছুটোদের ছবি আঁকি।

 

আঁকতে গেলেই তুলির আঁচড় কি কথা কয়

কত শিশু পথ শিশু—তা মনে হয়

আমি তখন পাখির বদল মানুষ আঁকি

শহর-গাঁয়ের শিশুর জীবন আঁকতে থাকি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর