শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

রেলগাড়ি ঝমঝম

মালেক মাহমুদ

রেলগাড়ি ঝমঝম

জীবনের ভাঁজে ভাঁজে কর্মের ছবি

আঁধারকে দূরে ঠেলে হাসি দেয় রবি।

রবির কিরণ যেনো জয় করে বিশ্ব

আলকলতার হাসি মনরম দৃশ্য।

 

আকাশের তারাগুলো সোনারঙা লতা

জীবনের ভাঁজে ভাঁজে শুধু সরলতা।

ফুলঝুরি ঝুরো কথা বাতাসের খেল

রেলগাড়ি ঝমঝম চলমান রেল।

 

আঁকাবাঁকা রেলপথ যায় কত দিক

চলমান রেলগাড়ি ঠিকানা সঠিক।

ইশারায় চলাচল মুখে মধু গান

জীবনের ভাঁজে ভাঁজে মেহেদী হাসান।

 

ই-মেলের পর্দায় মন ছুটে চলে 

রেলগাড়ি ঝমঝম শত কথা বলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর