শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

আশা

রাজিব ফেরদৌস

ধোঁয়া, ধূলি, ধোঁয়াশায়

সিসা ওড়ে বাতাসে,

বিষাক্ত বায়ু তাই

পাখি নেই আকাশে।

 

পানিতেও তেল ভাসে

খাবি খায় মাছেরা,

জলহীন ধূ ধূ মাঠে

মন মরা গাছেরা।

 

তবু খুকি রোজ রোজ

পানি ঢালে চারাতে,

ফুল হলে সুবাস তার

যাবে সব পাড়াতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর