শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

খোকার ঘুমনামা

সৈয়দ শরীফ

ঘুমে খোকা আস্ত পোকা

ঘুমায় সে খুব রেগে,

ঘুমের ঘোরে ডাকলে জোরে

ক্ষ্যাপে ঝড়ের বেগে !

 

ঘুমের পটে যখন ঠোঁটে

হাসি ফোটে খোকার,

দাদু মশাই হেসে বলে

‘কাণ্ড দ্যাখো বোকার !’

 

আবার যখন খোকার নাকে

ব্যাঙের মতো ডাকে,

খিলখিলিয়ে হাসে দাদু,

ঘোরে খুশির পাকে!

 

একদা খোকার স্বপ্নে ঢাকে

আকাশটাকে মেঘে,

ফল পেড়ে হায় ছুটলো খোকা

ঝড়-তুফানের বেগে!

 

হঠাৎ করে খোকার মাথায়

কাকে দিলো হেগে!

খুব সে গেলো রেগে

এমন সময় দু-চোখ মেলে

উঠলো খোকা জেগে ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর