নদী। খুকু মণির বইয়ের পাতায়! কবির কবিতায়; শিল্পীর কণ্ঠে আঁকিয়ের তুলিতে... কোথায় নেই নদী। ছোট্টবেলায় মায়ের হাত ধরে নাইতে যাওয়া আর ঘাসফড়িংয়ের পেছন পেছন দৌড়াদৌড়ি সেসব স্মৃতি আজ কেবল স্বপ্নের মতো মনে হয়। আর সেসব কথা মাথায় রেখেই সারা দেশে নদী নিয়ে কাজ চলছে। অমিতদের স্কুলেও চলছে নদীর ওপর বিভিন্ন কার্যক্রম। অমিত একটি নদীর চিত্র এঁকে এসব ভাবছে। হঠাৎ পেছন ফিরে দেখে রিমি মামণি…