শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদ

নাফে নজরুল

ঈদ

স্নিগ্ধ-কোমল সন্ধ্যা আমার পিদিম জ্বলা মনে

ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায় জোনাক জ্বলা বনে

উঠোন জুড়ে মায়ার আলো আঁধার ঘোচে তাতে

ঘরের কোনে যায় না থাকা একলা এমন রাতে।

 

হাজার ফুলের সুবাস নিয়ে মুয়াজ্জিনে সুরে

একটি মাসের সিয়াম শেষে ঈদ এসেছে ঘুরে

বাড়ির পিছে লাল আকাশে সুতোয় বুনা চাঁদ

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ভাঙলো খুশির বাঁধ।

 

ভোরটা হতেই পুকুর ঘাটে কী যে কলরোল

নতুন জামার রঙিন সুতোয় খুশিরা খায় দোল

ঈদগা হতে ঈদের নামাজ ভালোবাসায় মাখা

দক্ষিণ হাওয়া প্রাণের ছোঁয়া বটের  ছায়ায়  আঁকা।

 

ঈদটি এলে গাঁয়ের সবুজ গাছগাছালি ডাকে

একটি বছর লুকিয়ে থাকা ইট পাহাড়ের ফাঁকে

গাঁয়ের কোমল মেঠো পথে একটু হেঁটে দাঁড়াই

মন ভরে নিই ভালোবাসা হাত দুটো তাই বাড়াই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর