শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আমার দেশের রূপ

ফারুক হাসান

ওই আকাশে দেয় যে উঁকি সকাল বেলার রবি

ঝলমলিয়ে ভাসছে তাতে সোনা রোদের ছবি

দুর্বা ঘাসের সবুজ মাঝে মুক্তো ছড়িয়ে

কে দিলো আজ লক্ষ্মী মাকে মালা পরিয়ে।

 

এই আঙ্গিনায় মুক্ত আলো পড়েছে হেসে হেসে

শিউলি বকুল ঝলসে উঠে ঋতুর রাণীর কেশে

আকুল করা গন্ধে যেন মাতিয়ে তোলে মন

মেঘ রাণীরা জানায় আমার বিদায় সম্ভাষণ।

 

নববধূ জল নিয়ে যায় কলসী ভরে কাঁখে

গ্রামের বুকে ভরা নদী চলছে বাঁকে বাঁকে

দুষ্ট কিশোর হন্যে হয়ে তুলছে হরেক ফুল

হালকা বায়ে কিশোরীদের দুলছে কানের দুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর