শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বর্ষায়

মুয়াজ বিন এনাম

নদী ভরে খাল ভরে পানিতে,

ধান যত, পানি আসে তা নিতে!

বন্যায় ডুবে ডুবে যায় ঘর,

অনাহারে পশু-পাখি মরমর!

ঘাটে পানি মাঠে পানি পুকুরেও,

জোঁকে খায় আমি আর খুকুরেও!

নৌকা ভ্রমণ করে ধনীরা,

উপস মরেছে কাল মনিরা!

বিদ্যুৎ নেই টানা ছয়দিন,

পুকুরের পানি খেয়ে কয়দিন?

ডায়রিয়া আমাশয় কলেরা,

দিতে জানে বর্ষা এ ফলেরা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর