শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিকেল মানে

গাজী সাদিকুল হক

বিকেল মানে মিষ্টি হাওয়ায়

একটু হাঁটাহাঁটি

দূরের পথে হারিয়ে গিয়ে

জুড়িয়ে নে’য়া গা’টি।

 

গাঁয়ের হাটে লোকের সারি

কিংবা ঘরে ফেরা

আকাশজুড়ে বেগুনি রঙ

কী মমতায় ঘেরা।

 

বিকেল মানে গানের টিচার

তালিম দিতে আসা,

একটি দুটি তিনটি তারার

নীল দরিয়ায় ভাসা।

 

গোল্লাছুট আর কানামাছি

রং বেরঙের খেলা-

দিগন্তে দূর লুকিয়ে যাওয়া

সুয্যি মামার ভেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর