শিরোনাম
শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আনজীর লিটনের তিনটি ছড়া

রবি

আজ উঠেছে কী চাঁদ?  দুধ সাদা রঙ আলো রে

আজ উঠেছে কী মেঘ?  গোমরামুখো কালো রে

আজ উঠেছে কী তারা?  জোনাকজ্বলা পোকা রে

আজ উঠেছে কী রবি?   যে জানে না, বোকা রে।

 

ছোট্ট সোনা

ছোট্ট সোনার কী দাঁত? মুক্তোদানার গুটিরে

ছোট্ট সোনার কী চোখ? আসমানেরই তারারে

ছোট্ট সোনার কী হাত? কোমল চাঁদের কণারে

ছোট্ট সোনার কী পা?  নরম শিমুল তুলারে।

 

বুবুর নাচ

সূর্য ডুবু ডুবুরে

নূপুর পায়ে বুবুরে

ও বুবু তুই নাচ না

ওই যে বাজে বাজনা

 

না-রে বাবা নাচব না

পড়ে গেলে বাঁচব না

শাশুড়ি খুব রাগবে

ননদ ঘুমায়। জাগবে

 

শ্বশুরবাড়ি নাচি না

খুশিমনে বাঁচি না

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর