শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শরৎ শোভা গাঁও-গেরামে

বজলুর রশীদ

শরৎ শোভা গাঁও-গেরামে

সেথায় চলে যা,

পাবে সেথায় রূপের পরশ

দেখবে অনেক তা।

 

বৃষ্টিছোঁয়া থাকতে পারে

কোথাও আছে রোদ,

রোদে মেঘের লুকোচুরি

পাবে শীতের বোধ।

 

সেথায় পাবে শিউলি ফোটা

সুবাসে মন ভরে,

সেই রূপ দেখে হেঁটে হেঁটে

যাও না নদীর চরে।

 

নদী চরের দুটি কূলে

ফোটে কাশের ফুল,

হাওয়ায় দোলে শুভ্রকাশে

হবে রে মশগুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর