শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নেই তো পাশে কেউ

মঈন মুরসালিন

মাথার উপর আকাশ ছিল

পায়ের তলায় মাটি

তোমার প্রিয় স্বদেশ ছিল

খুবই পরিপাটি।

 

ঘর বাড়ি বন প্রিয় স্বজন

সব হারিয়ে নিঃস্ব

জ্বলছে শহর জ্বলছে নগর

দেখছে কেবল বিশ্ব।

 

খাদ্য বসন বাসস্থানের

নেই তো জোগান আর

বাপ হারিয়ে মা হারিয়ে

দু’চোখ অন্ধকার।

 

ভাগ্যহত এমন জাতির

 নেই তো পাশে কেউ

তোমার দুখে আমার বুকে

কেবল ব্যথার ঢেউ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর