কাশফুলে ছেয়ে আছে
নদী বালুচর,
ছুটোছুটি মাতামাতিতাতে দিনভর।
আকাশের পানে চেয়ে
মেলে দিয়ে ডানা,
হারাও কাশের দেশে
নেই কোনো মানা।
শুভ্র তুলোর মতো
সাদা মেঘও ভাসে,
ডানা মেলা পাখি দেখে
মুখ টিপে হাসে।
কাশের সাদার সাথে
আকাশটা মেলে,
কেটে যাক সারা দিন
হাসি খেলা খেলে।