শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আমার আছে

বোরহান মাসুদ

ইটের উপর ইট সাজিয়ে

তলার উপর তলা

রুমে রুমে বিজলিবাতি

রঙিন রঙে জ্বলা।

 

এসব কিছু চাই না আমার—

আছে মাঠের ঘাস

মনটা আমার পড়ে থাকে

সেথায় বারোমাস।

 

আছে নদী এঁকে বেঁকে

উথলে উঠে ঢেউ

আঁধার বনে ঝোঁপের মাঝে

ডেকে ওঠে ফেউ।

 

কুঁড়ের ঘরে—পাটির উপর

হাতপাখাটা মা’র

মনজুড়ানো বাতাস পেতে

যাই ছুটে বার-বার।

 

রাত্রি খোলে চাঁদের কপাট

সর্ষে ক্ষেতে কে!

জোছনাগুলো হেসে বলে

ফুলপরীদের মে।

 

চাই না বিশাল অট্টালিকা

আমার আছে মা

মায়ের মতোই সোনা মোড়া

একটি সোনার গাঁ।

 

গাঁয়ের মাঝে থাকব আমি

চাই না কিছু আর;

কোমল মাটির ভালোবাসায়

করব জীবন পার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর