ঘুমপাড়ানি পরী এসে
খোকার চোখের পাতায়,
ঘুম দিয়ে যায় দু’চোখেতেহাতটা বুলায় মাথায়।
খোকার চোখে ঘুম যে আসে
ঘুমপাড়ানির চুমে,
ঢুলে পড়ে খোকন সোনা
বিছানাতে ঘুমে।
খোকা হারায় ঘুমের দেশে
ঘুমপরীটা হাসে,
এমন করে খোকার চোখে
নিয়ত ঘুম আসে।
শশধর চন্দ্র রায়
ঘুমপাড়ানি পরী এসে
খোকার চোখের পাতায়,
ঘুম দিয়ে যায় দু’চোখেতেহাতটা বুলায় মাথায়।
খোকার চোখে ঘুম যে আসে
ঘুমপাড়ানির চুমে,
ঢুলে পড়ে খোকন সোনা
বিছানাতে ঘুমে।
খোকা হারায় ঘুমের দেশে
ঘুমপরীটা হাসে,
এমন করে খোকার চোখে
নিয়ত ঘুম আসে।