শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

স্বদেশের রূপ

মকবুল হামিদ

সবুজ শ্যামল দেশটা আমার

রূপের নেইকো শেষ,

নদীমাতৃক দেশটা আমার

নদী আছে বেশ।

 

কৃষক জেলে কামার কুমোর

শত মায়ের ছেলে,

দেখতে পাবে মায়ার বন্ধন

এই দেশেতে এলে।

 

মাঠ ভরা সব সোনার ফসল

মাছ ভরা সব ঝিল,

শাপলা, শালুক, পদ্মফুলে

ভরা থাকে বিল।

 

দেশকে নিয়ে কাব্য লিখে

হাজার হাজার কবি,

ভোর বেলাতে পূব আকাশে

উঁকি মারে রবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর