শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অগ্নিঝরা মার্চ

মকবুল হামিদ

অগ্নিঝরা মার্চের কথা

পড়লে মনে হায়,

কেঁদে কেঁদে বুক ভেসে যায়

চোখের জল গড়ায়।

 

যুদ্ধে গিয়ে আর ফেরেনি

হাজার মায়ের ছেলে,

শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক

কামার, কুমোর, জেলে।

 

মনে প্রাণে যুদ্ধ করে

বীর সেনাদের দল,

সাথে ছিল মায়ের দোয়া

বুকে ছিল বল।

 

নিশান মাথায় যুদ্ধ করে

শত্রু করে শেষ,

রক্ত দিয়ে করল স্বাধীন

প্রিয় বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর