শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

বাবার গল্প

চন্দ্রশিলা ছন্দা

বাবার গল্প বলব কী আর এমনও কি হয়?

আমার বাবা শ্রেষ্ঠ বাবা বিশ্ব জগতময়।

দিন মজুরির সামান্য আয় অভাব অনটন

তবু বাবা স্বপ্ন বোনেন হাসিখুশি মন।

তখন আমি এত্তটুকু শিখছি কেবল কথা

চুমু খেয়ে যুদ্ধে গেলেন আনতে স্বাধীনতা।

যুদ্ধ শেষে ফিরল বাবা সুস্থ সবল দেহ

ফিরে আবার পাব তাঁকে ভাবেনি তো কেহ।

অনেক বেশি শক্ত পেশি পাথর ভাঙা হাত

ইটের উপর ইট সাজিয়ে বানান বাবা ছাত।

এই শহরের মানুষগুলো অট্টালিকা গড়ে

শূন্য কপাল আমরা নিজে থাকি ভাঙা ঘরে।

লোভ লালসা নেই তো বাবার ঘাম ঝরানো মুখে

ফিরবে কপাল দিন ফুরলে থাকব সবাই সুখে

জ্ঞানে ধনে তুচ্ছ বাবা উচ্চ শ্রেণীর কাছে

আমার বাবা আদর্শবান আমার বুকেই আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর