শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আশ্বিনের ছড়া

মহিউদ্দিন জুবায়েদ

আশ্বিনের ছড়া

আশ্বিন মাসের শেষ দিকে

নীল আকাশ পানে,

ঝলমলে এক চাঁদ যে হাসে

মন যে কাছে টানে।

 

হালকা হালকা কুয়াশাতে

সন্ধ্যা নামে গ্রামে,

ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনে

কেউবা পথে থামে।

 

বাড়ির পাশে ওই খানেতে

শিশু কিশোর সব,

চাঁদের আলো মাতিয়ে তোলে

গল্পে কলরব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর