শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শরৎ

হামীর রায়হান

ভাদ্র-আশ্বিন দু’মাস ঘিরে

শরৎ দেশে আসে,

শরৎ এলেই নদীর ধারে

কাশফুলেরা হাসে।

শরৎ মানে ডাহুক পাখির

ছুটে চলা বিল,

তুলোর মতো মেঘের পিছে

আকাশ দেখি নীল!

জুঁই, চামেলির শুভ্র শোভায়

মুগ্ধ শরৎ প্রাত,

উঠোন জুড়ে রূপালি আলোয়

নামে জোছনা রাত।

দোয়েল ধরে সন্ধ্যাবেলা

বেলা শেষের গান,

ইলশেগুঁড়ি বৃষ্টি আসে,

ভিজায় পাকা ধান।

শরৎ আনে ডালা ভরে

খুশির ঝঙ্কার,

প্রজাপতির ডানায় নামে

রঙের সমাহার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর