দেখা হবে বন্ধু যুদ্ধ ফুরালে
সন্ধ্যের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তারঅচেনা-অন্ত্যমিলে।
ছড়াবো আবার শস্যের দানা
দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো
অন্ধকারের শেষে...
নিরুদ্দেশের খবর দিও না,
শস্যের রং দিও;
এই অসময়- ভালোবাসবাসি
প্রেরণায় মন নিও।
ঠিক দেখা হবে মিছিলে স্লোগানে
হৃদয়ের উত্তাপে
সেই বিপ্লব, ধুলোমাখা ঝড়
দোকানে-চায়ের কাপে।