শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শীত শিশির

সাফায়েত আজাদ

খেজুর রসে ভরছে হাঁড়ি

রোজ সকাল এই শীতে,

কুয়াশাও আকাশ ঘিরে

শীতের মজা নিতে।

 

পূর্ব ভানু হয়ছে অলস

উঠতে করে দেরি,

তাঁর পায়েও বাঁধা আছে

নিয়ম মানার বেড়ি।

 

রাত্রি জাগে শিশির কণা

নাচে টিনের চালে,

পাতার সাথে দোস্তি করে

গাছের ডালে ডালে।

 

ফুলের বুকে শিশির দোলে

দোলে নরম ঘাসে,

সকালবেলার রোদের সাথে

মুক্তা যেমন হাসে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর