শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

প্রবাদবাক্য

সুপান্থ মিজান

শিক্ষা জাতির মেরুদণ্ড

সৎসঙ্গে হয় স্বর্গেবাস

সঙ্গ দোষে লোহা ভাসে

কারও জীবন করবে নাশ।

 

মা বলেছে ভালোর সঙ্গে

চললে না কি মান বাড়ে,

নইলে জীবন বিফলে যায়

মানসম্মানও জান কাড়ে

 

মিথ্যা হলো পাপের মাতা

মিথ্যাকে ত্যাগ করতে হয়

সত্য ফুলের সুবাস দিয়ে

জীবনটাকে গড়তে হয়।

 

বার রকম মুশকিল হলো

তের রকম আসান হয়,

তাইতো বলি সাহস রেখো

বিপদকে আর নয়তো ভয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর