শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শুভ্র পরিবেশ

কবির মাহমুদ

ঢেউয়ের সাগর কূল ছড়াতে

গগন মাঠে আজ,

বলল ও ভাই এবার থামাও

বৃষ্টি মাখা সাজ।

 

দিলাম ছুটি একটু জিরোও

সবুজ পাতার গাঁও,

দাও সাজিয়ে নীল সে ঘুড়ি

আবির রঙের নাও।

 

নিলাম ছুটি দিলাম তোমায়

শুভ্র পরিবেশ,

সাজাও তুমি তোমার মতো

নব্য রানির কেশ।

 

নরম হাওয়ায় আলতো পরশ

সুবাসবিহীন কাশে,

নবীনকাশে আদর মাখাও

শরৎ দূর্বাঘাসে।

 

দাও ছিটিয়ে শিশিরভেজা

শান্ত নদীর জল,

সাঁঝ সকালে কিচিরমিচির

ভোরের কোলাহল।

 

তাই না দেখে শিউলি ছাতিম

হাসনাহেনা এসে,

আমার বুকের ঘ্রাণ নিবি কে?

বলছে হেসে হেসে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর