আমার দেশে বাংলাদেশে
হেমন্ত যেই এলো
সোনা ধানের রূপ দেখে ভাইমনটা ভরে গেল।
চোখ জুড়ানো মন ভোলানো
উদাসী রূপ কতই
যায় না ভোলা টানে আমায়
ফিরে দেখি যতই।
সুর তুলেছে রাখাল বাঁশি
কোমল রোদের আঁচ
কচি ঘাসের ডগায় আহা!
ঘাসফড়িঙের নাচ।
কিষান বধূর মুখে হাসি
বইছে সুখের হাওয়া
ঘরে ঘরে নবান্ন আজ
চলছে মজার খাওয়া।
পিঠা-পুলি চিঁড়া মুড়ি
সব আয়োজন সুখের
জমে উঠছে বাউলা গানও
দিন টুটেছে দুখের।