সাধ্যের পাখা নেই
আর কোনো শাখা নেই
হাত দিয়ে সূর্যটা ঢাকানোনা জলে সাঁতরাই
একা পথে কাতরাই
স্বপ্নটা দুই চোখে আঁকা।
উষ্ণতা খুঁজি নাই
নাগালেই খোলা ছিল বুক
কপালে ঘামের ঢেউ
সস্তায় সামান্য-সুখ।
কিরমানী লিটন
সাধ্যের পাখা নেই
আর কোনো শাখা নেই
হাত দিয়ে সূর্যটা ঢাকানোনা জলে সাঁতরাই
একা পথে কাতরাই
স্বপ্নটা দুই চোখে আঁকা।
উষ্ণতা খুঁজি নাই
নাগালেই খোলা ছিল বুক
কপালে ঘামের ঢেউ
সস্তায় সামান্য-সুখ।