শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিশুতোষ বই : মালিহার গল্প

শিশুতোষ বই : মালিহার গল্প

মালিহার বয়স কত- পাঁচ কিংবা সাত! এই বয়সে ছোট্ট মালিহা পরিভ্রমণ করে কল্পনার জগতে। ছেলেবেলা থেকেই তার সৃজনশীলতার শখ। সেই শখ খেলাধুলা নয়, আঁকিবুকি। সেই শিল্পে ফুটে উঠেছে মালিহার সৃজনশীলতার ষোলআনা। কল্পনার সাত রং যেন বিলিয়ে দিয়েছে তার প্রতিটি আঁকা ছবিতে। মালিহার মা তারিকুন্নেছা একজন স্কুল শিক্ষক এবং বাবা এইচ রাজু একজন আবৃত্তি শিল্পী ও একটি গ্রুপ অব কোম্পানিতে কর্মরত। তারা দুজনেই অনুভব করেন- মেয়ের অনুভূতিগুলো লিপিবদ্ধ করা উচিত। যেই বলা সেই কাজ, তারা বিয়াম ল্যাবরেটরি স্কুলে কেজিতে পড়ুয়া তাদের রাজকন্যা মালিহার গল্পগুলো নিয়ে একটি বই করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা প্রকাশিত হয় এবারের অমর একুশে গ্রন্থমেলায়। গত ৩ ফেব্রুয়ারি ২০২৩ একুশে গ্রন্থমেলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বাংলা একাডেমির পরিচারক ড. সাদাত হোসেন নিপুর উপস্থিতিতে মালিহার বই ‘মালিহার গল্প’র শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাই ছোট্ট শিশুর প্রতিভা বিকাশের এই উদ্যোগের বিপুল প্রশংসা করেন। তারা বলেন, সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্যে আমাদেরই শিশুদের সৃজনশীল পরিবেশে গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানে মালিহার বাবা-মা জানান, প্রতিটি বইয়ের বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে।

বই- মালিহার গল্প : রেহনুমা আফরীন মালিহা, গল্প সংখ্যা : পাঁচটি

প্রচ্ছদ ও অলংকরণ : ফাহিম চৌধুরী

প্রকাশনী : রূপন্তি প্রকাশন

দাম : ৫০০ টাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর