শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

একুশ তুমি

মোঃ হাবিবুর রহমান

আবার এলে একুশ তুমি

এ বাংলার পরে

তোমায় পেতে বাংলা ভাষা

কত না প্রাণ ঝরে!

 

পাখির মতো করলো গুলি

ঝাঁজরা হলো বুক

অট্টহাসে পশুরা সব

পায় যে কত সুখ!

 

সুখ যে তাদের ধূলিসাৎ

হয়রে সাথে সাথে

দিবাস্বপ্নে বিভোর তারা

দিনে কিংবা রাতে।

 

মায়ের ভাষা কেড়ে নেওয়া

এতো সহজ নয়

জোর করে যে ছিনিয়ে নেবে

নেই কি কোনো ভয়?

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর