শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঘুমপাড়ানি ছড়া

মঈন মুরসালিন

ক.

আয় চাঁদ আয় রে

বাড়ি কোন গাঁয় রে

নিয়ে আয় ঘুমটি

দিয়ে যা চুমটি।

 

খ.

লালফুল নীল পাখি

ঘুম ঘুম দুটি আঁখি

আঁখি মেলে থাক না

ঘুম দূরে যাক না।

 

গ.

ঘুমের বাড়ি অনেক দূর

ঘুম কেড়েছে পাখির সুর

পাখির সুরে নাচবে কে

টুকটুকে বউ সাজবে যে!

 

ঘ.

হাঁটি হাঁটি পা পা করে

খোকন হাঁটে সাড়া ঘরে

ঘরের মাঝে রোদের ফুল

ধরতে গেলেই হুলুস্থুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর