শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মাদল বাজে মেঘে

অপু বড়ুয়া

মাদল বাজে মেঘে

মিষ্টিমধুর বিষ্টি নামে

মাদল বাজে মেঘে

কদম ফুলের পাপড়ি ঝরে

ঝটকা হাওয়া লেগে।

 

গাছের পাতায় খুশির নাচন

জুঁই চামেলি দোলে

নীড়ের ছানা মুখটি লুকায়

বাবুই পাখির কোলে।

 

ঝিল-পুকুরে জলের কাঁপন

ময়ূর মেলে পাখা;

ভিজতে ছোটে গাঁয়ের ছেলে

যায় না ধরে রাখা।

 

খেয়ার ঘাটে নৌকা বাঁধা

পাটনী গেছে ঘরে

কাশের বনে সারসপাখির

পাখনা খসে পড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর