শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মেঘ পরি ও মেঘ পরি

পৃথ্বীশ চক্রবর্ত্তী

মেঘ পরি ও মেঘ পরি      

শাদা-কালো রূপ ধরি        

আকাশ দিয়ে উড়ে যাও          

কোন সে দেশের কোন বা গাঁও?

 

মেঘ পরি কয়- অনেক দূর         

মেঘের দেশের অচিনপুর।

 

মেঘ পরি ও মেঘ পরি        

টাপুরটুপুর-টুপ করি        

ঝরাও চোখের কান্না কি          হীরে-মোতি-পান্না কি?

 

মেঘ পরি কয়- সৃষ্টি!          

ওটা তো হয়- বৃষ্টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর