শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শ্রাবণ আমার

নাসরীন জামান

শ্রাবণ আমার

আজকে শ্রাবণ ঝরছে ভীষণ

ভরছে পুকুর নদী

ইচ্ছে ভীষণ সেই সে জলের

শাপলা হতাম যদি।

 

মেঘলা আকাশ ঠাণ্ডা বাতাস

সিক্ত কাকের ডাকে

পাগল আমার মনটা হারায়

ঘাঘট নদীর বাঁকে।

 

হতাম যদি আকাশ নীলের

চক্ষু কাজল কালো

পেতাম তবেই মেঘ ফাটলে

শুভ্র জরিন আলো।

 

শ্রাবণ এলেই মন ডেকে কয়

কাঁদুক আকাশ শুধু

ভরুক জলে শুকনো মরু

ভিজুক প্রান্ত ধু-ধু।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর