শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
গল্প

সারা ও তার বন্ধুরা...

সারা ও তার বন্ধুরা...

এক গ্রহে এক রাজা থাকত। এলিয়েন রাজা। এলিয়েন রাজা তার রাজ্যের এলিয়েন প্রজাদের নিয়ে ভালোই সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন ওই গ্রহে দানব আক্রমণ করল। এলিয়েন রাজাও দানবের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। রাজা এলিয়েন যুদ্ধ করতে থাকল। যুদ্ধে দানব রাজা এলিয়েনকে বলল, তোমার মেয়ের বয়স যখন ১০ পেরোবে, তখন আমি আরও শক্তিশালী হব। কিন্তু রাজা এলিয়েনের কথায় পাত্তা দেয়নি। কারণ, রাজা এলিয়েন ও রানি এলিয়েনের কোনো বাবু ছিল না। অনেক দিন পর ওদের একটা ছোট্ট এলিয়েন মেয়ে জন্ম নিল। রাজা-রানি শখ করে নাম রাখল সারা। মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগল। সারার বয়স যখন ১০ পেরোলো তখন রাজা এলিয়েন সারাকে গ্রহ থেকে পৃথিবী নামক গ্রহে পাঠিয়ে দিল। পৃথিবীতে এসে বলল, এটা কোন জায়গা? তখন সারা দেখল, একটি মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করছে। হঠাৎ ছেলেমেয়েরা দেখল- একটা এলিয়েন। কৌতূহলী ছেলেমেয়েরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কী? তখন ছোট্ট এলিয়েন বলল, আমার নাম সারা। সারাও ওদের নাম জানতে চাইল। ছেলেমেয়েরা একে একে তাদের নাম বলল- নুহা, আনিশা, অনির্বাণ এবং এড্রিয়েল। তারা সারাকে জিজ্ঞেস করল, তুমি পৃথিবীতে কেন এসেছ? সারা বলল, আমাদের গ্রহে দানব এসেছে। ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করছে। আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। সারার কথা শুনে এড্রিয়েল বলল, ও আচ্ছা এই কথা! তখন অনির্বাণ নদী থেকে পানি আনল। সারা পানি দেখে জিজ্ঞেস করল, পানি কেন? আনিশা বলল, পানি আগুন নিভিয়ে দেয়। তখন ছেলেমেয়েরা সারাকে জিজ্ঞেস করল, আচ্ছা তোমাদের গৃহে কী পানি আছে? সারা বলল, না আমাদের গ্রহে পানি নেই। সারা তখন বুদ্ধি করে বলল, তোমরা কী আমাকে সাহায্য করবে? তখন ছেলেমেয়েদের সবাই একসঙ্গে বলল, হ্যাঁ অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন সারা ওদের সবাইকে নিজ গ্রহে নিয়ে গেল। সবাই লুকিয়ে লুকিয়ে দেখল- দানবের মাথা থেকে পুরো শরীরে আগুন জ্বলছে। পৃথিবী থেকে সারা ও তার বন্ধুরা পানি নিয়ে গিয়েছিল। ছেলেমেয়েরা জারে থাকা পানি এনে দানবের মাথায় ঢেলে দিল। দানব সঙ্গে সঙ্গে মারা গেল। রাজা এলিয়েন ও রানি এলিয়েন জিতে গেল। এলিয়েন প্রজারা বেঁচে গেল। সারা তার বন্ধুদের বলল, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা কী আমার বন্ধু হবে? সবাই খুশিতে বলল, আমরা বন্ধু হয়ে গেছি। এবার সবাই মিলে ওরা খুব মজা করল।

গল্পটি পাঠিয়েছে-

আলিশবা রহমান আইজাহ্

শিক্ষার্থী, নালন্দা উচ্চ বিদ্যালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর