শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শরৎ যখন আসে

নাসরীন জামান

শরৎ যখন আসে তখন

কাশফুলেরা হাসে

আকাশ নীলে মেঘের তরী

পাল উড়িয়ে ভাসে।

 

ঝিলের জলে জ্যোৎস্না নাচে

জলের নূপুর পায়ে

জল ময়ূরীর মন যে তখন

হারায় সুখের নায়ে।

 

ভোর বাতাসে সবুজ ঘাসে

শিশির জমে সুখে

শিউলি বকুল সে সুখ ছুঁয়ে

গড়ায় মাটির বুকে।

 

এসব দেখেই শরৎ তখন

ডাক দিয়ে যায় মনে

ডাক দিয়ে সে বলে ভালো

বাসিস যাবার ক্ষণে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর