শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মাটির ঢেলা

জানে আলম

কেমনে ছড়াই চাঁদের আলো

আমি মাটির ঢেলা

তাই তো আমি মেনে নিলাম

সবার অবহেলা।

 

গোলাপ বেলি গন্ধ ছড়ায়

আকুল করে প্রাণ

বলে সবাই কাব্য করে

কি মায়াবী ঘ্রাণ।

 

আমার মাঝে নেই তো সুবাস

ধূলি সারা গায়

তাই আমাকে কেউ না বুকে

তুলে নিতে চায়।

 

মাটির জীবন মাটির সাথে

থাকি সারা বেলা

তাই তো আমি মেনে নিলাম

সবার অবহেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর