শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুষ্টু ছেলের গল্প

আলমগীর কবির

রিফাত ক্লাস ফাইভে পড়ে। ভীষণ ডানপিটে ছেলে। সারা দিন দুষ্টমিতে মেতে থাকে। বাবা-মা তাকে বলেন দুষ্টমি আর না করতে। রিফাত বলে আর দুষ্টমি করবে না। কিন্তু খানিক পরেই সব কিছু ভুলে যায়। কখনো সে গাছের পেয়ারা পেড়ে আনে। কখনো ডালিম। ফড়িং ধরে লেজে সুতো বেঁধে খেলা করে। বন্য ফুল থেকে কৌশলে কালো ভ্রমর ধরে। তারপর পলিথিনে পুরে রাখে। বন্দি ভ্রমর মিষ্টি শব্দ করে। এভাবে সে ভ্রমরের গান শোনে। রিফাতের ছোট ভাই সিফাত। একই ইশকুলে ক্লাস ফোরে পড়ে। সিফাত তার বন্ধুর সঙ্গে মার্বেল খেলে। রিফাত গিয়ে পন্ড করে দেয় খেলা। ওদের বাড়িতে কয়েক দিন হলো, মুরগির অনেকগুলো ছানা ডিম ফুটে বের হয়েছে। কী সুন্দর তুলতুলে ছানাগুলো। রিফাত মুরগির ছানা ধরতে গেলে মা মুরগি তাড়া করে। রিফাতের মন খারাপ হয়ে যায়। তাদের পোষা বিড়াল ছিল। বিড়ালটাকে এনে মুরগির ছানার কাছে ছেড়ে দেয়। মা মুরগি তখন রেগে যায়। বিড়ালটাকে তাড়া করে। বিড়াল দৌড়ে গাছে উঠে পড়ে। এটা ছোট ভাই দেখে ফেলে। তাকে ডেকে বলে, ভাইয়া এটা তুমি ঠিক করলে না। তুমি এমন দুষ্টমি কর কেন? ছোট ভাইয়ের কথা শুনে সে রাগ করে না। বরং লজ্জা পায়। কিছুক্ষণ চুপ থাকে। তারপর বলে, ভুল হয়ে গেছে। এমন করা ঠিক হয়নি। সিফাত বলে, ভাইয়া তাহলে একটা ভালো কাজ কর। রিফাত ভাবতে থাকে। কী করা যায়? বিকালে এক অভাবী লোক আসে তাদের বাড়িতে। সাহায্যের জন্য। রিফাত মাটির ব্যাংকে টাকা জমাতো। আজ সে মাটির ব্যাংক ভেঙে ফেলে। গুনে দেখে তাতে পাঁচশত টাকার মতো জমানো হয়েছে। সে টাকার পুরোটায় অভাবী লোকটাকে দিয়ে দেয়। এবার সে মনে আনন্দ পায়। ভালো কাজের আনন্দ। ছোট ভাইকে সে বলে, সুযোগ পেলে আরও ভালো কাজ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর