শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তথ্য কনা

তথ্য কনা

ক্যাঙারু অস্ট্রেলিয়া এবং তার আশপাশের দ্বীপগুলোতে দেখা যায়। এটি মারসুপিয়াল গোত্রের স্তন্যপায়ী প্রাণী। এদের বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়। এরা পেছনের দুই পায়ের ওপর লাফিয়ে লাফিয়ে চলে। প্রায় ১৫ মিলিয়ন বছর আগে, মায়োসিন যুগে, এরা অস্ট্রেলিয়ায় আসে। বর্তমানে সেখানে সাড়ে ৩ কোটি ক্যাঙারু রয়েছে।

 

►  লাল ও ধূসর ক্যাঙারু আকারে সবচেয়ে বড় হয়। এরা লম্বায় ২ মিটার দীর্ঘ এবং ৮৫ কেজি ওজনের হতে পারে। সবচেয়ে ছোট ক্যাঙারু হলো ইঁদুর-ক্যাঙারু। এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মতো হয়।

►  বিজ্ঞানীদের ধারণা, সুদূর অতীতে ক্যাঙারু আকারে অনেক বড় ছিল। ওজন ছিল প্রায় ২০০ কেজি।

►  তৃণভোজী এই প্রাণীটি ঘাস, লতাপাতা খেয়েই বেঁচে থাকে।

►  এদের সামনের পা দুটি ছোট, পেছনের দুই পা বড়। লম্বা লেজে ভর করে চলে। একটি পূর্ণবয়স্ক ক্যাঙারু ৩০ ফুট পর্যন্ত লাফাতে পারে। এদের লাফানোর গতি চিতাবাঘের চেয়েও বেশি। এভাবে এরা দিনে ৪৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

► ক্যাঙারুর বৈশিষ্ট্য হলো এদের থলে। মেয়ে ক্যাঙারুর পেটের কাছে বড় আকারের থলে থাকে। যা দিয়ে এরা বাচ্চা বহন করে।

 

তথ্যসূত্র : রকমারি ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর