শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বুনোফুল

আলেয়া আরমিন

ফুটে থাকি আমি অবহেলায়

তৃণলতার বুনোফুল,

যতনে কেউ সাজাবে খোঁপায়

যাচি আকাশকুসুম ভুল।

 

আশায় আশায় বেলা ফুরায়

মলিন হয় রঙরূপ,

বোটা শুকিয়ে পাপড়ি ঝরে

হৃদয়ে পুড়ে ধূপ।

 

সুগন্ধি কুসুম মুকুলিত কাননে

যতনে পুষে মালি,

সকাল সাঝে ডালায় সাজিয়ে

দেয় দেবতার অঞ্জলি।

 

আমি কি এতই অশুচি পুষ্প

নগন্য রূপগুণে?

পথের বাঁকে ফুটে থেকেই

পিষে যাই পথিক চরণে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর