শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজয়ের গান

নকুল শর্ম্মা

প্রাণের দামে বিজয় এলো

বাংলা মায়ের ঘরে,

কান্নার জলে বিজয়ের সুখ

মুক্তা হয়ে ঝরে।

 

লাল সবুজের বিজয় নিশান

মুক্ত আকাশ জুড়ে,

বিশ্বের বুকে স্বমহিমায়

ঊর্ধ্ব শিরে ওড়ে।

 

বিজয় গর্বে গর্বিত আজ

রক্তে লেখা গাঁথায়,

স্বর্ণাক্ষরে হলো লেখা

ইতিহাসের পাতায়।

 

বিজয় সুখে বাঙালিদের

যায় জুড়িয়ে প্রাণ,

পাড়ায় পাড়ায় গ্রাম শহরে

গায় বিজয়ের গান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর