শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুকুর শীত

জিকরুল ইসলাম

শীত সকালে সবাই থাকে

কম্বল মুড়ি দিয়ে,

খুকুমণি ভয় করে না

থাকে না আর শুয়ে।

 

গায়ে দিয়ে শীতের জামা

হাতে-পায়ে মোজা,

খুকু বলে, আমায় ধরা

নয়তো এতো সোজা।

 

মাথায় দিয়ে মাঙ্কি টুপি

রাখে উঁচু শির,

ভয় পেয়ে শীত বলে, পালাই

আসছে মস্ত বীর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর