শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পল্লী গাঁয়ের রূপ

মমতা মজুমদার

ফুলের বুকে উড়ে ভোমর

খল-খলিয়ে হাসে

মাটির উপর সোনা ফলে

ঋতু বেঁধে মাসে।

 

কচিপাতার ছিঁড়ল ফাঁকে

ছোট্ট পাখির বাসা

ভাটির দেশে মাটির বুকে

ফসল ফলায় চাষা।

 

মাঠে মাঠে দুলতে থাকে

সবুজ পাতার ঘাস

পল্লী গাঁয়ে নদীর বুকে

খেলে বালিহাঁস।

 

আঁকাবাঁকা পথের মাঝে

কোমল মাটির টান

কৃষক ভাইয়ের হাতে বুনে

সোনালি ওই ধান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর